পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ওপেনাররা দুরন্তভাবে শুরুটা করেছিলেন। এভিন লুইস আউট হওয়ার পরে লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমরোর এক সময় রাজস্থানকে ২০০ রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।







তবে নির্ধারিত ২০ ওভারের শেষে ১৮৫ রানেই থমকে যেতে হয় তাদের, সৌজন্যে অর্শদীপ সিং।
তরুণ অর্শদীপ নিজের প্রথম ওভারেই দুরন্ত ছন্দে দেখানো লুইসকে (২১ বলে ৩৬) সাজঘরে ফেরান তরুণ অর্শদীপ।
তবে তাতে দমে না গিয়ে লিভিংস্টোন (১৭ বলে ২৫) ও লোমরোর (১৭ বলে ৪৩) দুরন্ত আগ্রাসী মেজাজে রাজস্থানকে তড়তড়িয়ে ২০০ রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
তাঁদেরও সাজঘরে ফেরান অর্শদীপই। অবশেষে নিজের শেষ ওভারে চেতন সাকারিয়া ও কার্তিক তিয়াগির উইকেট নিয়ে আইপিএলের মেগা মঞ্চে প্রথমবার পাঁচ উইকেট নেন এই বাঁ-হাতি ফাস্ট বোলার।







ইনিংস শেষে তাঁর বোলিং পরিসংখ্যান চার ওভারে ৩২ রানের বিনিময়ে পাঁচ উইকেট।
পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই আইপিএলে ইতিহাসের পাতায় নাম তুলে নেন পঞ্জাব কিংস তারকা।
অর্শদীপ সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে ইশান্ত শর্মাকে পিছনে ফেলে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় নিজের জায়গা করে নেন।







ইশান্ত কোচি টাস্কার্সের বিরুদ্ধে ২২ বছর ২৩৭ দিনে পাঁচ উইকেট নিয়েছিলেন। আজ অর্শদীপের বয়স ২২ বছর ২২৮ দিন। এই কৃতিত্ব গড়ার ক্ষেত্রে তাঁর থেকে এগিয়ে শুধু জয়দেব উনাদাট ও আলজারি জোসেফ।
পাশাপাশি পঞ্জাব কিংসের বর্তমান কোচ অনিল কুম্বলের পরে অর্শদীপই দ্বিতীয় বোলার হিসাবে রাজস্থানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন।
এখানেই শেষ নয়, জাতীয় দলের জার্সি গায়ে খেলেননি এমন বোলারদের মধ্যে রাজস্থানের বিরুদ্ধে অর্শদীপের বোলিং পরিসংখ্যান আইপিএল ইতিহাসে চতুর্থ সেরা।
পঞ্জাব সমর্থকরা নিঃসন্দেহে চাইবেন ভবিষ্যতে অর্শদীপ যেন এমনই আরও একাধিক রেকর্ড ভাঙতে থাকেন।






