অধিনায়ক হিসেবে তাঁর গায়ে চিরকালীন ‘দাগ’ লেগে গেল। যা কখনও মুছবে না। তা সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সাহসী মুখ তুলে ধরার চেষ্টা করলেন বিরাট কোহলি। বললেন, এটা তো সবে প্রথম ম্যাচ। টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি ভারতের জন্য।
রবিবার দুবাইয়ে ভারতকে স্রেফ উড়িয়ে দেয় পাকিস্তান। যে পাকিস্তান রবিবারের আগে পর্যন্ত কোনও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জিততে পারেনি। একদিনের বিশ্বকাপে সাতবারই ভারতের বিরুদ্ধে হেরেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ১০০ শতাংশ জয়ের রেকর্ড ছিল ভারতের। কিন্তু ১৩ তম সাক্ষাতে পাকিস্তানের সামনেই দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫১ রান তোলেন বিরাটরা। জবাবে ১৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে যান বাবর আজমরা।
ম্যাচের পর বিরাট বলেন, ‘যেভাবে বিষয়গুলি পরিকল্পনা করেছিলাম, তা প্রয়োগ করতে পারিনি। কিন্তু কৃতিত্ব প্রাপ্য পাকিস্তানের। ওরা আজ আমাদের পুরো উড়িয়ে দিয়েছে। যখন ২০ রানের মধ্যে তিন উইকেট চলে যায়, তখন সেই ম্যাচে ফিরে আসা অত্যন্ত কঠিন হয়। বিশেষত আপনি জানেন যে শিশির পড়তে শুরু করবে। ব্যাটিংয়েও ওরা একেবারে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।’ সঙ্গে বিরাট জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে কিছুটা ব্যাটিংয়ের সহায়ক হয়ে উঠেছিল দুবাইয়ের পিচ। ‘তাই আপনি যখন জানেন যে ম্যাচ যত এগোবে, তত অবস্থার পরিবর্তন হবে, তখন বাড়তি ১০-২০ রানের দরকার হয়।কিন্তু পাকিস্তানের দারুণ বোলিংয়ের কারণে আমরা হাত খুলতে পারিনি। (তবে) আমরা এমন দল নয় যে (একটি হারের পরই) আতঙ্কিত হয়ে পড়ব। এটা টুর্নামেন্টের সবে শুরু। মোটেও শেষ নয়।’