অধিনায়ক থেকে মেন্টর: ১৪ বছর আগে ঠিক আজকের দিনেই ইতিহাসের সূচনা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি

১৪ বছর আগের কথা। ঠিক আজকের দিনেই ভারতীয় ক্রিকেটে ইতিহাস তৈরি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে আজকের দিনেই প্রথমবার টি-২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

সঙ্গে জয় করেন কোটি কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকের হৃদয়। একেবারে একটা তরুণ দল হাতে পেয়েছিলেন। কিন্তু সাফল্যের রাজপথে ভারতের বিজয় রথ অজেয় গতিতে এগিয়ে যায়।

২০০৭ সালে আজকের দিনে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করে ভারত। প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড।

অধিনায়ক হিসেবে সেটাই ছিল টি-২০ বিশ্বকাপে ধোনির প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই জয়। দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপে পাকিস্তানকে গ্রুপ পর্ব আর ফাইনালে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল ভারত।

প্রথম টি-২০ বিশ্বকাপটা ছিল ধোনির কাছে এক চ্যালেঞ্জ। কারণ, ধোনি তখন নতুন অধিনায়কত্ব করছেন। পাশাপাশি, দলের অভিজ্ঞ তারকা সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়রা নিজেদের সরিয়ে নিয়েছিলেন। আর প্রথম বিশ্বকাপের একটা চাপ থাকেই প্লেয়ারদের উপরে।

কিন্তু ধোনি তাঁর অধিনায়কত্বে চাপের কোনও প্রভাব পড়তে দেননি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে ভারত। ম্যাচ ড্র-তে শেষ হলেও পরে সুপার ওভারে গিয়ে ম্যাচ শেষ হয়।

২০ ওভারে দুই দলই তোলে ১৪১ রান। এরপর আম্পায়ার বোল আউটের নির্দেশ দেন। বোল আউট অর্থাৎ দুই দলের প্লেয়াররা ৫টা করে বল করবেন।

যার বেশি বল উইকেটে লাগবে সেই দলই জিতবে। এখানেই ধোনি তাঁর ক্যারিশ্মা দেখান। পেস বোলিং নির্ভর পাকিস্তান বোলিংয়ের বিরুদ্ধে ধোনি ভারতের স্পিনকে এগিয়ে দেন।

ভারতের হয়ে প্রথম বল করেন বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর অফ স্পিন সোজা উইকেটে হিট করে। এরপর পাকিস্তানের পক্ষ থেকে আসেন ইয়াসির আরাফত।

এই মিডিয়াম পেসার মিস করেন উইকেট। দ্বিতীয় বলে হরভজন সিং ভারতের হয়ে ২-০ করেন। পাকিস্তানের হয়ে দ্বিতীয় বল করতে এসে উমর গুলও মিস করেন।

এরপরই চমক দিয়ে ব্যাটসম্যান রবিন উত্থাপ্পাকে বোলিংয়ে আনেন ধোনি। উথাপ্পা তাঁর মিডিয়াম পেস বোলিং দিয়ে ভারতের হাতে বিজয় মুকুট পরিয়ে দেন।

এরপর ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ফাইনালে পুনরায় পাকিস্তানকে হারিয়ে ভারত টি-২০ বিশ্বকাপ জেতে। প্রথমবার নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতে ইতিহাসও লেখেন ধোনি।

আগামী মাস থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার আগে সবাইকে তাক লাগিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলের মেন্টর হিসেবে ঘোষণা করেছে BCCI। আর কিছুদিনের মধ্যেই ধোনিকে দেখা যাবে নতুন ভূমিকায়।

২০০৭ থেকে ২০২১। এই ১৪ বছরে মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তায় এখনও কমেনি। তাঁর নাম শুনলে এখনও পাগল হয়ে যায় সমর্থকরা।

২০০৭ সালে যেই চুল বড় ধোনিকে দেখে মুগ্ধ হয়েছিল ভারতীয়রা এবার বিশ্বকাপে কাঁচা পাকা দাড়ির ধোনিকে দেখে মুগ্ধ হওয়ার অপেক্ষায় ভারতীয়রা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *