আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ভারত জাতীয় দলের সীমিত ওভারের নেতৃত্ব ছাড়তে পারেন বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পালন করা বিরাট কোহলি। কোহলির বদলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হতে পারে রোহিত শর্মাকে।







এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। নানা ইস্যুতে কোহলি ও রোহিতের মাঝে অঘোষিত দ্বন্দ্ব থাকলেও কোহলি ছন্দ ফিরে পেতে রোহিতেই খুঁজছেন সমাধান।
সাম্প্রতিক সময়ে কোহলির ফর্ম সন্তোষজনক নয়, বরং উদ্বেগজনক। চাপ কমাতে ও ছন্দ খুঁজে পেতে সীমিত ওভারের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছেন কোহলি।







দায়িত্ব ছাড়ার পর কোহলি অধিনায়ক হিসেবে দেখতে চান সহ-অধিনায়ক রোহিতকে। এ নিয়ে নাকি রোহিতের সাথে আলাপও হয়েছে তার।
ভারতের প্রভাবশালী ও শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেছে,
‘৩২ বছর বয়সী বিরাট কোহলি, যিনি বর্তমানে ভারতের তিন ফরম্যাটেরই অধিনায়ক। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল অধিনায়ক সে। রোহিত শর্মার সঙ্গে কোহলি অধিনায়কত্বের দায়িত্ব ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’







ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পরিকল্পনা করলেও কোহলি টেস্টে যথারীতি ভারতকে নেতৃত্ব দিয়ে যেতে চান বলে জানিয়েছে ঐ সূত্র।
সূত্রের দাবি, কোহলি সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর জন্য। টাইমস অব ইন্ডিয়া উল্লেখ করেছে,
‘অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা কোহলি নিজেই দিবে। তার মনে হচ্ছে, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। সবসময় তার চাওয়া বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া, সেখানেই সে আরও মনোযোগ দিতে চায়।’






