অধিনায়ক হিসেবে কোহলির প্রথম ও শেষ ওয়ানডে ম্যাচ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিরল এবং নজিরবিহীন

মাত্র কয়েক দিন আগেই দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রোহিত শর্মার নাম। টি-২০ বিশ্বকাপের পরবর্তীতে ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব থেকে পূর্ব ঘোষণা মত সরে দাঁড়ান বিরাট কোহলি।

তার কয়েক দিনের মধ্যেই ওয়ানডে ক্রিকেটে দলের দায়িত্বও তুলে দেওয়া হল রোহিতের হাতে। স্বাভাবিক ভাবেই অধিনায়ক হিসেবে কোহলি তাঁর শেষ ম্যাচটি ভারতের জার্সিতে খেলে ফেলেছেন। আর অধিনায়ক কোহলির প্রথম এবং শেষ ওয়ানডে ম্যাচের মধ্যে রয়েছে কাকাতলীয় ভাবে অদ্ভূত মিল।

ভারত অধিনায়ক হিসেবে কোহলি তাঁর প্রথম ম্যাচ যে মাঠে খেলেছিলেন, যে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছিলেন, সেই মাঠেই সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই অধিনায়ক হিসেবে শেষ ওডিআই খেলে ফেললেন। এই ঘটনা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিরল এবং অবশ্যই নজিরবিহীনও।

২০১৭ সালে মহারাষ্ট্রের পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল বিরাটের। সেই ইংল্যান্ড দলের বিরুদ্ধেই চার বছর বাদে পুণেতে ভারত অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন বিরাট।

উল্লেখ্য ব্যাটার বিরাটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে শেষ কয়েক বছরের রেকর্ড একেবারেই ভাল যাচ্ছিল না। দীর্ঘ দু’বছর তাঁর ব্যাটে নেই কোনও আন্তর্জাতিক শতরান।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ২০২১ সালের সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেও ভারত সুপার-১২ পর্যায় থেকে বেরিয়ে যাওয়ার পরে বিরাটের উপর চাপ বাড়ছিল।

উল্লেখ্য টেস্ট ক্রিকেটে বিরাট এখনও ভারতীয় দলের অধিনায়ক। তিনি আদৌ সেই দায়িত্বও সামলান, নাকি দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন, এখন সেটাই দেখার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *